মেহেরপুরের গাংনীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থার উদ্যোগে গাংনী ফুটবল মাঠে এই বর্ণিল লাঠি খেলার আয়োজন করা হয়।
গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থার উপদেষ্টা মকবুল হোসেন মেঘলার দিকনির্দেশনায় সংস্থার সদস্যরা পুরো অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আব্দাল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী।
ঐতিহ্যবাহী এ লাঠি খেলায় চারটি দল অংশ নেয়- গাংনী পৌরসভা লাঠিয়াল দল, সাহারবাটি লাঠিয়াল দল, শহড়াতলা লাঠিয়াল দল ও কাজিপুর লাঠিয়াল দল। প্রতিটি দলের লাঠিয়ালদের চমকপ্রদ কসরত, ঘূর্ণন ও সাহসিক প্রদর্শনী মুগ্ধ করে হাজারো দর্শককে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর গাংনীতে এমন প্রাণবন্ত পরিবেশ ও দর্শকের ঢল দেখা গেছে। খেলা শেষে সেরা তিনটি দলকে বাছাই করে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে কেক কেটে খেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি জাভেদ মাসুদ মিল্টন।