বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন

গাংনীতে চার ইটভাটায় ৯ লাখ টাকা অর্থদণ্ড

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৯৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে চার ইটভাটা থেকে ৯ লাখ টাকা অর্থদণ্ড আদায় করে ভাটা বন্ধের নির্দেশনা ঝুলিয়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার গাড়াডোব, বামন্দি, রামনগর ও মুন্দা এলাকায় অবস্থিত ইটভাটাগুলোতে অভিযান পরিচালনাকালে ইটভাটার মালিকরা তাদের দোষ স্বীকার করায় এ অর্থদণ্ড আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গাড়াডোব গ্রামের আমিন ইটভাটায় তিন লাখ টাকা, বামন্দির মুন্দা গ্রামের এমএসআরএফএল ইটভাটায় দুই লাখ, রামনগর গ্রামের শাপলা-২ ইটভাটায় দুই লাখ ও একই গ্রামের এসএমএস ইটভাটা থেকে দুই লাখ টাকা করে অর্থদণ্ড আদায় করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মেহেরপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোজাফ্ফর হোসেন, গাংনী থানা পুলিশের একটি টিম ও বাংলাদেশ সেনাবাহিনীর মেহেরপুর ইউনিটের সদস্যরা যৌথ ভাবে সহযোগিতা করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসনের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo