করোনাকালীন সময়ে মানুষকে সচেতন করতে মেহেরপুর জেলা সেচ্ছাসেবক ইউনিটের আহ্বায়ক ও মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্তাসির জামান মৃদুল এর নির্দেশে মাস্ক বিতরণ করা হয়েছে। গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু’র সার্বিক সহযোগিতায়, ০৮ নং ধানখোলা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে সাধারণ মাস্ক বিতরণ করা হয়। রোববার বিকেলে ধানখোলা ইউনিয়নের কসবা বাজার এলাকায় এ মাস্ক বিতরণ ও সাধারণ মানুষকে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সচেতন করা হয়। এ সময় ধানখোলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ওয়াজ্জেল হোসেন, ছাত্রলীগ নেতা মুস্তাফিজুর, আকাশ, বাপ্পি, নাহিদ, রাজিব, সুজন, মিঠন, রাজিবুল প্রমুখ উপস্থিত ছিলেন।