মেহেরপুরের গাংনীতে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেনতামুলকর্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটির্্যালী বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে পূর্বের স্থানে এসে শেষ হয়।র্্যালী শেষে গাংনী উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী ও গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী সরকার।
এবারের প্রতিপাদ্য বিষয় নিজ আঙিনা পরিস্কার রাখি, ডেঙ্গু মুক্ত দেশ গড়ি। জমা পানি সর্বনাশা, এডিস মশা বাঁধে বাসা। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মুনতাজ আলী, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, জাতীয় পাটির জেলা সভাপতি আব্দুল হালিম, উপজেলা সমবায় অফিসার মাহাবুবুল হক, উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান, বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওন প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে উপজেলায় কৃষি অফিসার কৃষিবিদ ইমরান হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী আ স ম মাহাফুজুর রহমান কল্লোল, উপজেলা মৎস্য অফিসার খোন্দকার শহিদুর রহমান, উপজেলা মৎস্য অফিসার খোন্দকার শহিদুর রহমানসহ শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।