মেহেরপুরের গাংনীতে হার্ডওয়ার দোকানের ছাউনি টিন কেটে নগদ ২লক্ষ ৫০হাজার টাকার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পৌরসভাধীন কাথুলী মোড়ে এলাকায় সাঈদ হার্ডওয়ার দোকানে এ চুরির ঘটনা ঘটে।
সাঈদ হার্ডওয়ারের স্বত্বাধিকারী সাঈদ আহমেদ গাংনী সংবাদকে জানান, শনিবার দোকানের কাজের জন্য ২ লক্ষ ৫০ হাজার টাকা ক্যাশ বাক্স রেখে যায়। রোববার সকালে দোকান খুলে দোকানের টিনের ছাউনি কাটা এবং ক্যাশ বাক্স ভাঙ্গা ও কাগজপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। ক্যাশ বাক্সের ড্রয়ারে রাখা টাকাগুলো নাই।
বিষয়টি তাৎক্ষণিকভাবে গাংনী বাজার কমিটির সভাপতি মহাবুবুুর রহমান স্বপন ও গাংনী থানায় জানানো হয়। সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের এস আই নূর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। দোকানের সিসিটিভি ফুটেজ দেখে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন একজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
গাংনী বাজার কমিটির সভাপতি মহাবুবুর রহমান স্বপন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পিসিটিভি দেখে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেবেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর
রহমান গাংনী সংবাদকে জানান, দোকানে চুরির ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে সন্দেহভাজন একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। অপরাধী শনাক্তের চেষ্টায় পুলিশ মাঠে রয়েছে।