মেহেরপুরের গাংনীতে বিস্ফোরক মামলায় আবারো চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (০২ নভেম্বর) উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-গাংনী পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মৃত খেদের আলীর ছেলে বাচ্চু মন্ডল (৩৪), গাংনী পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড পূর্ব মালসাদহ গ্রামের মৃত আঃ রহমান বিশ্বাসের ছেলে জাকির হোসেন (৪৫), সাহারবাটি গ্রামের মৃত হিসাব আলীর ছেলে আক্তারুল ইসলাম (৪২) এবং জোড়পুকুরিয়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আরেফিন হোসেন (২৫)
গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিভিন্ন সময়ে গাংনী পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন গ্রামে গাংনী থানা পুলিশের পৃথক অভিযানে এসআই আব্দুল মজিদ, এসআই শাহিন, এর নেতৃত্বে নাশকতা মামলার ৪জন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।