গাংনী পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক রেজওয়ানুল হক ইমন (৩০)কে নাশকতা মামলায় গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। রোববার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। রেজওয়ানুল হক ইমন গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের জুলফিকার আলীর ছেলে।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রেজওয়ানুল হক ইমনের নামে নাশকতার অভিযোগে গাংনী থানায় একটি মামলা রয়েছে। মামলা নং ৪(৮)২৩।
গ্রেফতারকৃত ইমনকে সোমবার (৭ আগষ্ট) দুপুরে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।