মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে লামিয়া খাতুন নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ অক্টোবর) দুপুরে গ্রামের আলাই মীরের পুকুরে ডুবে মারা যায় সে। লামিয়া উপজেলার কসবা গ্রামের হিন্দুপাড়ার লিখন মিয়ার মেয়ে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউসুফ আলী জানান, রোববার (১৬ অক্টোবর) দুপুরের কোন এক সময় লামিয়া বাড়ির পাশে আলাই মীরের পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা পুকুরে লামিয়ার মরদেহ ভেসে থাকতে দেখে বাড়িতে সংবাদ দেয়। সংবাদ পেয়ে লামিয়ার পরিবারের লোকজন তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। লামিয়ার এ অকাল মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।