মেহেরপুরের গাংনীর বামন্দী বাসস্ট্যান্ড পাড়া থেকে দুজন মাদক সেবীকে আটক করেছে গাংনী থানা পুলিশ। বৃহষ্পতিবার রাতে বামন্দী ক্যাম্প পুলিশের একটি টীম তাদেরকে আটক করেন। এ সময় আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ গ্রাম গাঁজা।
এরা হচ্ছে- এ উপজেলার বামন্দী গ্রামের ফারুক হোসেনের ছেলে কাদের কিবরিয়া (২২) ও আজমত আলীর ছেলে আবীর আহমেদ মোহন(১৯)।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, কাদের কিবরিয়া ও আবির আহমেদ মোহন নামের দু’জন গাঁজা সেবন করছে মর্মে সংবাদের ভিত্তিতে বামন্দী ক্যাম্প পুলিশের এএসআই ইলিয়াস ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।