মেহেরপুরের গাংনীতে পেঁয়াজ বাহি ট্রাকের চাপায় সামসুল হক (৭৫) নামের বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সামসুল হক গাংনী উপজেলার নওপাড়া মধ্যপাড়ার মৃত আঃ রহমানের ছেলে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ভাটপাড়া ইকোপার্ক এলাকার আব্দুল মান্নানের ছেলে দেলোয়ার হোসেন জানান, সামসুল হক ৭৫ বছর বয়সী একজন বৃদ্ধ ব্যক্তি। ইতোপূর্বে তার দুইবার স্ট্রোক হয়েছিল। বুধবার (৯ এপ্রিল) সকাল ৮ টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে নওপাড়া বাজার মোড়ের দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে মুকুল হোসেনের সার ও তেলের দোকান এলাকায় পৌঁছালে চালকের ড্রাইভিং সিটে বসে হেলপার গাড়িরটি রিভার্স করার চেষ্টা করছিল। এ সময় রাস্তার পাশে থাকা ইলেকট্রিকের খাম্বা ও ট্রাকের মাঝামাঝি চাপা পড়ে সামসুল হক গুরুতর আহত হয়। স্থানীয়রা সামসুল হককে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। সেখানে তার অবস্থার অবনতি দেখা দেয়। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় এলাকাবাসী ট্রাকটিকে আটক করে পুলিশের সোপর্দ করেছে। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো- ট, ১৭-০৯১১
গাংনী থানা অফিসার বানী ইসরাইল জানান, পেঁয়াজ বাহি ট্রাকের চাপায় এক বৃদ্ধের মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটিকে পুলিশ হেফাজত নেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।