শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

গাংনীতে প্রতিপক্ষের হামলায় হাত ভেঙে গুরুতর আহত প্রবাসীর স্ত্রী

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৭৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে প্রতিপক্ষের হামলায় মমতাজ খাতুন (৫০) নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে উপজেলার কাজিপুর ইউনিয়নের পীরতলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত মমতাজ পীরতলা গ্রামের ঈদগাহ পাড়ার দুবাই প্রবাসী মাসিরুল ইসলামের স্ত্রী।

সরেজমিনে গিয়ে জানা যায় , ঘটনার দিন বিকেলে আরমান আলীসহ তার ছেলেরা আরজুল্লাহ এর দখলে থাকা জমি নিজেদের দাবি করে জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা করে। আরজুল্লাহ বাধা দিলে প্রতিপক্ষ আরমান, সোহেল, জসিম, জব্বার ও রুবেলসহ তাদের স্ত্রীরা হঠাৎ করে হামলা করে মারধর শুরু করে। এ সময় মমতাজ খাতুন তার শশুর আরজুল্লাহকে ঠেকাতে গেলে শ্বশুরকে ছেড়ে তাকে সকলে মিলে বাঁশের লাঠি, কাঠের বাটাম ও কিল ঘুষি মেরে বাম হাতটি সাময়িকভাবে অকেজো করে দেয় এবং শরীরের বিভিন্ন অংশে নীলা ফোলা জখম করে অজ্ঞান করে ফেলে।

হামলার শিকার মমতাজ খাতুন জানায়, আরমানসহ ছেলের বউ ও ছেলেরা প্রকাশ্য দিবালোকে তাদের আঙ্গিনায় অনধিকার প্রবেশ করে তার শ্বশুর ও তাকে পিটিয়ে হাত ভাঙ্গাসহ শরীরের বিভিন্ন অংশে নীলা ফোলা জখম করে পালিয়ে যায়। হামলার আঘাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি দেখা দিলে ভর্তি রাখা হয়।

আহতের শিকার মমতাজ খাতুন আরো জানান এ বিষয়ে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনায় আহতের শশুর আরজুল্লাহ বাদী হয়ে ফরমান আলী ও তার ছেলেদের নামে মেহেরপুর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলার পর থেকে প্রতিপক্ষরা বাড়িঘরে আগুন লাগিয়ে ভাঙচুরসহ বিভিন্নভাবে ভয়-ভীতি দেখাচ্ছে বলেও মমতাজ খাতুন।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo