জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রদানের ৫০ বছর ও সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (২৮ মে) সকালে মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটির পালনের লক্ষ্যের্্যালি, শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পার্ঘ্য অর্পণ, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু এর সভাপতি তে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
প্রধান অতিথি সাহিদুজ্জামান খোকন এমপি বলেন, বঙ্গবন্ধু শুধু নিপীড়িত বাঙালি জাতিকে শোষণের শৃঙ্খল মুক্ত করে ক্ষান্ত হননি, দেশ বা বিদেশে যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হতে দেখেছেন, সেখানেই তিনি প্রতিবাদের ঝড় তুলেছেন। এ কারণেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে অত্যন্ত মর্যাদাপূর্ণ জুলিও কুরি আন্তর্জাতিক শান্তি পদকে ভূষিত করা হয়।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তি আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের জন্য শান্তিকামী জাতি হিসেবে সারা বিশ্বে আমাদের গ্রহণযোগ্যতা সুদৃঢ় করেছে।
তিনি উপস্থিত সকলকে জাতির পিতার আদর্শে মানবতা ও শান্তির পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান।
উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, পৌর মেয়র আহম্মেদ আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম মাস্টার, গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা, মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগার সভাপতি ইয়াসিন রেজা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মসজিদের পেশ ইমাম ইলিয়াস হোসেন। তেলাওয়াতের পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..