মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় বুলবুল আহমেদ (৪০) নামের এক পাখি ভ্যানচালক নিহত হয়েছে। একই সাথে আহত হয়েছেন বাসের হেলপার ও শিশুসহ আরো চার জন। বুধবার সকাল পৌনে ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে চেংগাড়া ফতাইপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল আহমেদ উপজেলার দুর্লভপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- এসবি সুপার ডিলাক্সের হেলপার ও কুষ্টিয়ার মিরপুরের বীজনগর গ্রামের মীর মেজবাহুল ইসলামের ছেলে নাহিদ (২৮), গাংনী পৌর এলাকার সেরেগুল ইসলামের ছেলে জুলফিকার আলী (১৮), একই এলাকার লুৎফর রহমানের ছেলে আবু বক্কর (১৯) ও তৌফিক আলমের ছেলে তবিবুর রহমান (৮)।
প্রত্যক্ষদর্শী জামাল উদ্দিন জানান, নিহত বুলবুল আহমেদ ঘটনার সময় খড়ি ভর্তি পাখি ভ্যান নিয়ে গাংনীর দিকে যাচ্ছিলেন। চেংগাড়া ফতাইপুর ব্রিজের কাছে পৌঁছালে গাংনী থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান চালককে ধাক্কা দিয়ে বাস খাদে নেমে যায়। ওই সময় ভ্যান উল্টে ভ্যানচালক খড়ির নিচে চাপা পড়ে। স্থানীয়রা ভ্যানচালক বুলবুল আহমেদসহ আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন ভ্যানচালক বুলবুল আহমদকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে ঘটনার সময় বাস চালক পালিয়ে গেলেও গাংনী থানা পুলিশ বাসটিকে আটক করে হেফাজতে নিয়েছেন। বাসটির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা -ব- ১৫-৩১২০।
গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ঘটনার সাথে জড়িত বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।