মেহেরপুরের গাংনী উপজেলায় সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) অভিযান চালিয়ে সাড়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর পাঁচটার দিকে উপজেলার রামকৃষ্ণপুর বিওপি মদনের ঘাট এলাকায় অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর লেঃ কর্নেল মোঃ মাহবুব মোরশেদ রহমান পিএসসি, অধিনায়ক বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বিজিবির গাংনী উপজেলাধীন রামকৃষ্ণপুর বিওপির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকের চেষ্টাকালে, একটি প্লাস্টিকের বস্তা ফেলে সে দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পাঁচটি পোটলায় ২৫.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
- বিজিবি জানায়, মাদকদ্রব্যগুলো ভারত সীমান্ত থেকে সংগ্রহ করে রামকৃষ্ণপুর বিওপির ১৫৭/মেইন পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৯ হাজার টাকা।
এ ঘটনায় সংশ্লিষ্ট গাংনী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।