মেহেরপুরের গাংনীতে পারভীনা (৩০) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। রোববার সকাল সাড়ে ৮ টার দিকে নিজ বাড়িতে ঘাস মারা বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পারভীনা ধর্মচাকী গ্রামের সামিউল্লাহ স্ত্রী। বিষপান করার বিষয়টি জানতে পেরে স্বামী সামিউল্লাহ তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পারভীনা খাতুনের বিষ উত্তোলন ও নিষ্ক্রিয়ের ব্যবস্থা গ্রহণ করেন। সামিউল্লাহ জানান, আমার মেয়ে দশম শ্রেণীতে লেখা পড়া করে। তাকে আমার স্ত্রী পারভীনা খাতুন বাল্য বিবাহ দেওয়ার বিষয়ে চাপ দিলে আমি নিষেধ করি। তাই আমার উপর অভিমান করে স্ত্রীর পারভীনা খাতুন বিষ পান করেছে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, বিষপানে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা ঘটনার সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।