মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে উপজেলা প্রশাসন। দিবসটি পালন উপলক্ষে শনিবার (৫ আগষ্ট) সকাল ৯ টার দিকে উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গণে শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সভাকক্ষে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ও তাঁর পরিবারের যাঁরা ১৫ আগষ্টের কালরাত্রিতে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফিরাতসহ সারা বিশ্বের মুসলমানদের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণীয় করে রাখার লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে বেশ কয়েকটি বৃক্ষের চারা রোপন করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাদির হোসেন শামীম বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী আজ।
তিনি ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবসহ পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে মানবতার ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাতবরণ করেন তিনি।
নির্মম ওই হত্যাকাণ্ডের প্রথম শিকার হন শহীদ শেখ কামাল। ২০২১ সাল থেকে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। সরকারের ‘ক’ শ্রেণিভুক্তি দিবস হিসেবে ২০২০ সালের ৫ সেপ্টেম্বর ‘শেখ কামালের জন্মবার্ষিকী’ রাষ্ট্রীয়ভাবে পালনের প্রজ্ঞাপন জারি করা হয়। এরই ধারাবাহিকতায় দিবসটি আজ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।
উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংন সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ এ কে এম শফিকুল আলম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এঁর প্রতিনিধি মনিরুজ্জামান আতু প্রমুখ।
এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।