নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৪৩ তম জন্মবার্ষিকী ও ৯১ তম প্রয়াণ দিবস আজ (০৯ ডিসেম্বর)। ১৮৮০ সালের এই দিনে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দের এক নিভৃত পল্লীতে তিনি জন্মগ্রহণ করেন। এ মহীয়সী নারী ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর এদিন সারাদেশে সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়। এরই ধারাবাহিকতায় মেহেরপুরের গাংনীতে শনিবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের ট্রেড প্রশিক্ষক নার্গিস সুলতানা নির্জনার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ লিংকন, দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা আমিরুল ইসলাম অল্ডাম , জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার ও প্রধান শিক্ষক হাসান আল নূরানী, জাতীয় পার্টি (জেপি)’র জেলা সভাপতি আব্দুল হালিম প্রমুখ।
এ সময় বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন জয়িতাকে ক্রেস্ট প্রদান করা হয়। জয়িতারা হলেন-
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী গাংনী পৌর এলাকার দাস পাড়ার ইয়াসিন আলীর মেয়ে ইয়াসমিন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী উপজেলার ছাতিয়ান গ্রামের আরজউল্লাহ’র মেয়ে জুলেখা খাতুন, সফল জননী নারী গাড়াডোব গ্রামের মোহাম্মদ আলী শেখের মেয়ে নহরজান, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী তিনি পৌর এলাকার চৌগাছা গ্রামের মকছেদ আলীর মেয়ে সহিদা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী তিনি উপজেলার তেরাইল গ্রামের আহসান হাবীবের মেয়ে শারমিন আক্তার শিরিন।
এর আগে বেলা ১১ টার দিকে গাংনী উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের নেতৃত্ব দেন গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন।