শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

গাংনীতে মঞ্চস্থ হলো এক নারীর সংগ্রামী জীবনের কাহিনী ভিত্তিক নাটক “লাল জমিন”

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৪২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশের এক নারীর সংগ্রামী জীবনের কাহিনী ভিত্তিক নাটক “লাল জমিন” মঞ্চস্থ হয়েছে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার সন্ধানী হাই স্কুল এন্ড কলেজের OKI-NINISAKA HALL রুমে নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটি মঞ্চস্থ করতে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মেহেরপুর জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় উপজেলা প্রশাসন এ কার্যক্রমের আয়োজন করে। নাটকটির অভিনয়ে ছিলেন মোমেনা চৌধুরী, নির্দেশনায়-সুদীপ চক্রবর্তী ও রচনায় মান্নান হীরা।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, পৌর মেয়র আহম্মেদ আলী,

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ এ কে এম শফিকুল আলম, আওয়ামী যুবলীগ সভাপতি মোশারফ হোসেন, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo