মেহেরপুরের গাংনীতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা ঘটে।
পরে সকাল ৭ টায় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, আনসার বাহিনী ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যরাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিশেষ মোনাজাত করা হয়।
সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিশেষ মোনাজাত করা হয়।
সকাল ৯ টায় গাংনী পাইলট মাধ্যমিক ফুটবল মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজে পুলিশ বাহিনী, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেয়।
কুচকাওয়াজের অংশ হিসেবে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ও গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম। এই কুচকাওয়াজ দেখার জন্য ফুটবল মাঠের চারপাশে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদ মডেল মসজিদের পেশ ইমাম জাহিদুল ইসলাম ও গীতা থেকে পাঠ করেন সন্ধানী স্কুল এন্ড কলেজের শিক্ষক সুকেশ চন্দ্র বিশ্বাস।
এরপর বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার শুভ সূচনা করা হয়।
মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক ও উপজেলা নির্বাহী অফিসার প্রীতম শাহা’র বক্তব্য শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংগীতের তালে তালে ডিসপ্লে প্রদর্শন করে। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনাসভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (প্রীতম সাহা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।
উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মন্টু এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আহমেদ আলী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী প্রমুখ।
দিবসটি উপলক্ষে সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।