শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

গাংনীতে রবি প্রণোদনা কর্মসূচীর আওতায় বীজ ও সার বিতরণ 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ২০২৩-২৪ অর্থবছর রবি প্রনোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, পেঁয়াজ, মসুর ও মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিরাব  (২৬ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও কৃষকদের মাঝে বীজ এবং রসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।

গাংনী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম শাহ ও মনিরুজ্জামান আতু প্রমুখ।

এ প্রণোদনা কর্মসূচীর আওতায় ১২ হাজার ২৫০ জন চাষীর মাঝে ৪৮ হাজার কেজি গম বীজ, ভুট্টা বীজ ২ হাজার ৫০০ কেজি, সরিষা বীজ ৭৮০ কেজি, পেঁয়াজ বীজ ১৫০ কেজি, মসুর বীজ ২ হাজার ২৫০ কেজি, মুগ ১ হাজার কেজি, ভিএপি সার ৮৫৭.৫০ মেঃ টন ও এমওপি সার ৬১২.৫০মেঃ টন বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২ হাজার ৪০০ জন কৃষকের মাঝে গম বীজ ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি,

১ হাজার ২৫০ জন কৃষকের মাঝে ভুট্টা বীজ ০২ কেজি ভিএপি সার ২০ কেজি এমওপি সার ১০ কেজি,

৭ হাজার ৮০০ কৃষকের মাঝে সরিষা বীজ ০১ কেজি, ভিএপি সার ১০ কেজি এমওপি সার ১০ কেজি,

১৫০ জন কৃষকের মাঝে পেঁয়াজ বীজ ০১ কেজি ভিএপি সার ১০ কেজি এমওপি সার ১০ কেজি,

৪৫০ জন কৃষকের মাঝে মসুর বীজ ০৫ কেজি ভিএপি সার ১০ কেজি এমওপি সার ০৫ কেজি ও

২০০ জন কৃষকের মাঝে মুগ বীজ ০৫ কেজি ভিএপি সার ১০ কেজি এমওপি সার ০৫ কেজি করে বিতরণ করা হয় বলেও জানান কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীমসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্ত এবং উপজেলার বিভিন্ন গ্রাম হতে আগত বীজ ও রাসায়নিক সার নিতে আশা কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo