মেহেরপুরের গাংনীতে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জামাই-শ্বশুরকে এক হজার টাকা করে জরিমানা আদায় করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা। সোমবার (০৪ ডিসেম্বর) দুপুরে গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মাদ্রাসা পাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে ৫০ বছর বয়সী গোলাম মোস্তফা (জামাই) ও একই এলাকার মৃত জসিম শেখের ছেলে ৫৫ বছর বয়সী আবুল হাশেম (শ্বশুর)।
ভ্রাম্যমান আদালতের বিচারক গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা সোমবার (০৪ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের আবুল হাশেম নামের এক ব্যক্তি তার পোষা গরুটি অসুস্থ হলে জামাই গোলাম মোস্তফার সহযোগিতায় গরুটি জবাই করে স্থানীয় বাজারে মাংস বিক্রি শুরু করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা গাংনী উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানালে তিনি সেখানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারা ভঙ্গের অপরাধে জামাই-শশুর উভয়কে এক হাজার টাকা করে অর্থ দন্ডে দন্ডিত করাসহ গরুর মাংস জব্দ করে মাটিতে পুতে বিনষ্ট করেন।
অভিযান পরিচালনায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান ও থানা পুলিশের ধলা ক্যাম্পের এসআই সাহেব আলীর নেতৃত্বে একটি টিম সহযোগিতা করেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা।