র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)’র অভিযানে ফেনসিডিলসহ আক্তারুল মোল্লা (৪৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে সিপিসি র্যাব-১২ এর মেহেরপুরের সদস্যরা। রোববার (১৮ ফেব্রুয়ারী) দিবাগত রাত পৌনে ৯ টার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন মটমুড়া ইউনিয়নের মমিনপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আক্তারুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম ৬ নম্বর ওয়ার্ডের শামসুল ওরফে ভুলু মোল্লার ছেলে।
সহকারী পুলিশ সুপার কোম্পানী কমান্ডার মোঃ মনিরুজ্জামান সিপিসি-৩, মেহেরপুর, র্যাব-১২ সোমবার (১৯ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।
সিপিসি র্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৮ ফেব্রুয়ারী) দিবাগত রাত পৌনে ৯ টার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন মমিনপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আক্তারুল ইসলাম নামের এক মাদক কারবারীকে আটক করেন। আটককৃত আক্তারুল ইসলামের বয়ান মতে তার আপন মামা মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে তাইজেল ইসলাম (৫৫) মাদক কারবারীর সাথে জড়িত রয়েছে বলে জানান তিনি। ফলে আটককৃত আক্তারুল ইসলাম ও পলাতক তাইজুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য গাংনী থানায় মামলাসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা গেছে, ওই মাদক কারবারীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর ও কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।