মেহেরপুরের গাংনী উপজেলা শিক্ষক ও কর্মচারী সমিতির নিজস্ব ভবন ও জায়গা ভূমিদুস্যদের দ্বারা দখল প্রতিষ্ঠার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে সমিতির সদস্যরা। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে গাংনী উপজেলা পরিষদ শহীদ মিনারের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নেতৃত্ব দেন উপজেলা শিক্ষক ও কর্মচারী সমিতির সভাপতি ও গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শিক্ষক ও কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ও হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনি, শিক্ষকের কর্মচারী সমিতির সহ-সভাপতি,করমদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাজিপুর ইউপি চেয়ারম্যান মুহঃ আলম হুসাইন।
আগামী এক সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে মেহেরপুর জেলা পুলিশ সুপারের নিকট লিখিত স্বারক লিপির প্রদানসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
সংবাদ সম্মেলনে গাংনী উপজেলা শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ও আরবিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান লিখন, লুৎফুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, ভাটপাড়া (কুঠি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক তোফাজ্জেল হক, গরম দিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজমত উল্লাহ, সাহারবাটি ইবাদত খানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, গাঁড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা জাকিয়া সুলতানা আল্পনাসহ উপজেলা শিক্ষক সমিতির সদস্য ও উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।