রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

গাংনীতে ২৯ জন শিক্ষার্থী পেল পিবিজি পুরস্কার 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৪০ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এ অধীন পারফরম্যান্স বেইজড গ্রান্টস (PBG) কার্যক্রমের আওতায় এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তার প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “এই পুরস্কার শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতা ও দায়িত্ববোধ সৃষ্টি করবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাছুমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (আঃ দাঃ) মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মনিটরিং অফিসার এবং এভাল্যুয়েশন শাখার সহকারী পরিচালক ফকরুল ইসলাম, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শামসুল আলম সোনা।

অনুষ্ঠানে অধ্যক্ষ মন্ডলীর মধ্য থেকে বক্তব্য রাখেন, গাংনী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, প্রধান শিক্ষক মন্ডলীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন,

সন্ধানী স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক আবু জাফর, হাড়াভাঙ্গা ডিএইচ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল রাজ্জাক, মিডিয়াকর্মীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোহনা টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি ফারুক হোসেন, অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন প্রভাষক সালাউদ্দিন, মানিকদিয়া এগারোপাড়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী সুরাইয়া খাতুন এবং সাকিবুল হাসান সাগর প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গাংনী উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৯ জন শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। এসএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ ফলাফলের জন্য ১৫ শিক্ষার্থীকে এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ ফলাফলের জন্য ১৪ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্ডলী, অভিভাবকগণ ও শিক্ষার্থীরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo