সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
ঘোষণা

গাংনীতে ৩ হাজার ৬৬০ জন কৃষক বিনামূল্যে পাচ্ছেন বীজ ও রাসায়নিক সার 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ২০২৪-২৫ অর্থবছর খরিপ -১ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে ৩ হাজার ৬৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, শীতকালীন পেঁয়াজের বীজ (কন্দ), কলা চাষীদের রাসায়নিক সার, বালাইনাশক হিসেবে নগদ টাকা বিতরণের উদ্বোধন হয়েছে।

পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদেরকে পর্যায়ক্রমে এ প্রনোদনা দেয়া হবে। উদ্বোধনী দিনে চার ক্যাটাগরির ৫ জন করে কৃষক এ প্রণোদনা পেয়েছে। পর্যায়ক্রমে পূর্ব তালিকা অনুযায়ী কৃষকরা এ প্রণোদনা পাবেন।

এ উপলক্ষে সোমবার (১৪ জুলাই)  দুপুরের দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য ও কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।

কৃষি অফিসের উন্নয়ন শাখার উপ-সহকারী সেলিম রেজা’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন।

এ প্রণোদনা কর্মসূচির আওতায় বিঘা প্রতি একজন কৃষক নিম্নে উল্লেখিত পরিমাণ বীজ ও রাসায়নিক সার পাবেন। সেই মোতাবেক ৩ হাজার জন কৃষক পাচ্ছেন গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ১ কেজি, রাসায়নিক ডিএপি সার ২০ কেজি, এমওপি ২০ কেজি ও বালাইনাশক সহায়তা হিসেবে ৩৫৫ টাকা বিকাশের মাধ্যমে পর্যায়ক্রমে পাবেন।

১০ জন চাষীকে শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) ১৬০ কেজি পেঁয়াজ কন্দ, রাসায়নিক ডিএপি ২০ কেজি, এমওপি ২০ কেজি, বালাইনাশক ১ টি ও সংরক্ষণ পাত্র ১ টি।

৪০০ জন কলা চাষীকে ইউরিয়া ১০ কেজি, ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি, জিংক ১ কেজি, বোরন ১ কেজি ও বালাইনাশক ১ টি করে দেয়া হবে।

একই সাথে ২৫০ জন চাষীকে ৫ টি করে আমের চারা দেয়া হবে।

এ সময় বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, বীজ ও সার নিতে আসা বিভিন্ন এলাকা থেকে কৃষক কৃষাণীরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo