মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমনান্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা প্রচারের লক্ষ্যে তৃনমূল আওয়ামীলীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বিকেলে আড়পাড়া সরকারী প্রার্থমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
খানখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বদর উদ্দিনের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
সাবেক ছাত্রনেতা ও পৌর কৃষকলীগের সহ- সভাপতি আলাল উদ্দিন রিন্টু’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান শিপু।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, সাবেক ছাত্রনেতা রতন, সাবেক ছাত্রনেতা উজ্জল হোসেন, গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মনিরুজ্জামান মনি প্রমুখ।