মেহেরপুরের গাংনী গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের এক সময়ের জনপ্রিয় মেম্বর জাফর আলীর মেজ ছেলে জাকির হোসেন (৩২) আর নেই। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি —- রাজিউন।
তার নিকটতম আত্মীয় স্বজনরা জানিয়েছে
মরদেহ ঢাকা থেকে বাড়ির পথে রওনা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বাদ আছর জুগিন্দা কেন্দ্রীয় গোরস্থান ময়দানে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।
উক্ত জানাযায় সকল আত্মীয়-স্বজন ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এদিকে জাকিরের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ