মেহেরপুরের গাংনী উপজেলার ডেন্টিস্ট সৈকত শাহরিয়ার মুর্শিদ আর নেই। ঢাকার একটি হাসপাতালে কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে থাকার পর রোববার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। (ইন্না লিল্লাহি —– রাজিউন)।
গত ১৭ অক্টোবর রাতে নিকুঞ্জ এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
সৈকত দেশের খ্যাতনামা কথা সাহিত্যিক গাংনী ডিগ্রী কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক রফিকুর রশিদ রিজভী এর ছোট ছেলে। সৈকত ও তার স্ত্রী দুজনেই ডেন্টিস্ট। ঢাকায় নিজের প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা দিতেন স্বামী স্ত্রী দুজনে মিলে। দাম্পত্য জীবনে তাদের একটি শিশু সন্তান রয়েছে।
ঢাকা থেকে মরদেহ গাংনীতে আনার প্রক্রিয়া চলছে।