মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া বিওপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে হেরোইনসহ হাসিব (২৬) নামে এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জোয়ানরা। শনিবার দুপুরে তেঁতুলবাড়িয়া বারিশাহের মোড় এলাকা থেকে ০৪ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। হাসিব কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রামের আরাফাত আলীর ছেলে।
বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আরিফুল হক শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলবাড়ীয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৮/৪-এস হতে ১২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেঁতুলবাড়িয়া বারিশাহের মোড় নামক স্থানে হাবিলদার মোঃ আরিফুল ইসলাম এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক হাসিবকে ভারতীয় ০৪ (চার) গ্রাম হেরোইনসহ আটক করেছেন বিজিবি’র জোয়ানরা।
আটককৃত হেরোইনের সিজার মূল্য ৮ হাজার টাকা। আটককৃত হাসিবের বিরুদ্ধে গাংনী থানায় মামলা দায়ের পূর্বক সোপর্দ করা হয়েছে।