মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের জাকিরুল ইসলাম পাপ্পু (৩৪) নামের এক ব্যক্তির উপর অমানবিক হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার মহাম্মদপুর গ্রামের ঝাঁক পাড়ার চারচারার মোড়ে এ ঘটনা ঘটে। আহত জাকিরুল ইসলাম পাপ্পু মহাম্মদপুর মীরসাহেব পাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে।
আহতের ভাতিজা খাদিবুল ইসলাম জানান, তার চাচা জাকিরুল ইসলাম পাপ্পু’র সাথে স্থানীয় কয়েকজন ব্যক্তির জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার (২৮ অক্টোবর) মহাম্মদপুর পশ্চিম পাড়ায় ব্যবসায়ের টাকা আদায় শেষে ঝাঁকপাড়ার হয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পুরাতন মক্তবের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আতাহার আলীর ছেলে নুরুল ইসলাম (৫০) ও ছাবের আলীর ছেলে ইয়ারুল ইসলাম (৫৫) সহ একটি সঙ্ঘবদ্ধ দল ইট ছুড়ে ও লাঠি সোটা দিয়ে পিটিয়ে মোটরসাইকেলের গতি রোধ করে। এ সময় মৃত রেজাউল হকের ছেলে হাবিবুর রহমান (৫০) দেশীয় হাসুয়া দিয়ে কপালে কোপ মেরে রক্তাক্ত জখম করেন।
সংবাদ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।