মেহেরপুর -২ (গাংনী) আসনের সাবেক এমপি সাহিদুজ্জামান খোকনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিজ্ঞ দ্রুত বিচার আদালত মেহেরপুরে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে গাংনী পৌরসভার চার নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের বিএনপি রাজনৈতিক দলের একজন সমর্থক রেজয়ানুল হক বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকনকে প্রধান আসামি করে ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরোও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের এক জন ফরিদপুরের বাকি সবাই মেহেরপুর জেলার বাসিন্দা।
মামলার বিবরণে জানা গেছে, ১-২ নং আসামীগণ গাংনী থানা এলাকার অনলাইন জুয়াড়ীদের আশ্রয় প্রশ্রয়দাতা এবং এলাকার সকল সন্ত্রাসী কর্মকান্ডে মদদ দাতা, অর্থ যোগানকারী ও সন্ত্রাসীদের গড ফাদার হিসাবে পরিচিত। ১-২ নং আসামীদের আশ্রয়ে প্রশ্রয়ে ও তাদের নির্দেশ এবং অর্থায়নে অন্যান্য আসামীগণ সকলেই এলাকায় খুন, জখম, চাঁদাবাজী, লুটপাট, জুয়া, জমি দখল, বিল দখল সহ বিভিন্ন সন্ত্রাসী, কর্মকান্ডের সহিত জড়িত। আসামীগণ দীর্ঘদিন যাবৎ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এবং আসামীগণ সকলেই আওয়ামী লীগ পছি নেতা কর্মী হিসাবে এলাকার সাধারন মানুষকে জিম্মি করে সাধারন মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছিল।
বিগত ২০/১২/২০১৮ তারিখে ১-৩ নং আসামীদের হুকুমমত ৩৬-৪০ নং আসামীগণ বিএনপি কার্যালয়ের মধ্যে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। কার্যালয়ে আগুন লাগিয়ে দিলে কার্যালয়ে রক্ষিত গুরুত্বপূর্ণ নথিপত্র ৬টি টেবিল, গদি মোড়ানো চেয়ার ১০ টি, প্লাস্টিক চেয়ার ১০০টি, আনুমানিক মূল্য তিন লাখ পঞ্চাশ হাজার টাকা, যাহা আগুনে পুড়ে ভস্মিভূত হয় এবং কার্যালয়ের বৈদ্যতিক মিটার ভাংচুর করে ক্ষতিসাধন করে।
অ্যাডভোকেট সেলিম রেজা গাজী বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিজ্ঞ দ্রুত বিচার আদালত মেহেরপুরে একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় মেহেরপুর-২ (গাংনী) এমপিকে প্রধান আসামি করে ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরোও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় বিচারক এফআইআর আদেশ দিয়েছেন।