মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আয়েশা খাতুন (৪) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪চার দিকে কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আয়েশা খাতুন হাড়াভাঙ্গা গ্রামের জামতলা বাজার এলাকার রহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় কলিমুদ্দিনের ছেলে জামান জানান, মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে শিশু আয়েশা খাতুন বাড়ির পাশে খেলা করছিল। খেলতে খেলতে অসাবধানতাবশত বাড়ির দক্ষিণ পাশে পাশে পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। আয়েশা খাতুনের মা মেয়েকে বাড়িতে না দেখে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশে পুকুরে শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে। স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে গিয়ে শিশু আয়েশা খাতুনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।