মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়িয়া গ্রামের আব্দুস সালাম নামে এক প্রতিবন্ধীর সাড়ে তিন শতক জমি বেদখলের উদ্দেশ্যে বসতবাড়ি ভেঙ্গে দেওয়ার মামলায় প্রতিপক্ষের তিনজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) গাংনী প্রথম আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীয়ত উল্লাহ এঁর নির্দেশে প্রতিপক্ষ তহিরুদ্দিন, ছেলে তরিকুল ইসলাম ও সজীব হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। প্রতিপক্ষরা সকলেই হিজলবাড়িয়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, প্রতিবন্ধী আব্দুস সালামের সাড়ে তিন শতক জমি প্রতিপক্ষরা নিজেদের দাবি করে বসতবাড়ি ভেঙে দেওয়ায় আব্দুস সালাম বাদী হয়ে ০৪ জুন ২০২৩ ইং তারিখে প্রতিপক্ষের বিরুদ্ধে মেহেরপুরের বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্ত শেষে এর সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালত প্রতিপক্ষদের পিতা-পুত্রসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণে বলা হয়েছে, হিজলবাড়িয়া মৌজায় ১০৩ ও ১০৪ দাগে সাড়ে তিন শতক জমি আসামিরা আত্মসাৎ ও দখলের অপচেষ্টা করেছেন।