মেহেরপুরের গাংনী সীমান্তে নারীশিশুসহ ৩৯ জন বাংলাদেশীকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (১৯ আগষ্ট) দুপুর দুই টার দিকে গাংনী উপজেলার কাজিপুর কাজিপুর সীমান্তের ১৪৭ নং মেইন পিলারের কাছ দিয়ে তাদের হস্তান্তর করা হয়।
গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
পুশব্যাক হওয়া ব্যক্তিরা হলো- ফরিদপুর জেলার নারকুন্দা থানার নগরকান্দা গ্রামের অঞ্জনা রানী ঘোষ (৪২) ঠাকুরগাও জেলার বিমল অধিকারী (৮৭), মালতি অধিকারী (৭৫), বরুনা অধিকারী (৩৭), রিয়া অধিকারী (০৪), মাদারীপুর জেলার বেলায়েত হোসেন (৩৫) হাসিদা বেগম (২৯) ইব্রাহীম হোসেন, (০৪) খুলনার তরুন সেনা (৩৮) প্রভাতী সেনা (৩০) দিনাজপুর জেলার রুমা আক্তার (২০) সাবিনা শেখ (৩২) রংপুর জেলার লিটন মিয়া (৩৫) যশোর জেলার দুলালী খাতুন (৪৫) শেফালী (৪৩) প্রকাশ পাল (৩৫) লালমনিরহাট জেলার সৈয়দ আলী (৩১) রমজান আলী (২৮) রাজবাড়ী জেলার আরজু আহম্মেদ (৫০) রাজশাহী জেলার জয়নাল হক (২৬) গোলাম মোস্তফা (২৮) রুবেল ময়েন আলী (৩৬) খাইরুল ইসলাম (৪০) আসমাউল হোসেন(১৯) ইউসুপ আলী (২০) মাসুম রেজা (২৯) চাপাইনবাবগঞ্জ জেলার (৩৩) নেজবাউল (২৬) পারভেজ (৩৭) আশাদুল (২৩) এমদাদুল (৫০) মনিরুল ইসলাম (৪০) বাগের হাট জেলার ইমরান (২৪) নওগা জেলার গোলাম রব্বানী (৩৯) দুলাল হোসেন (৩১) ঢাকা জেলার সালাম বেদ (৩৫ কেরামত মাল (৫৬) খুলনা জেলার মেহেদি হাসান শেখ (২৪) কুড়িগ্রাম জেলার রিয়াজ খান (৩৬)
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ আগষ্ট) সকালের দিকে কাজিপুর সীমান্ত মেইন পিলার ১৪৭ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ৩৯ জন অবৈধ অনুপ্রবেশকারীকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়। হস্তান্তরকৃতরা সকলেই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে ভারতে পাড়ি দিয়েছিল। সেখানে থাকা অবস্থায় ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলহাজতে প্রেরন করে। কারাভোগ শেষে তাদেরকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ সদস্যরা। বিজিবি কাজিপুর ক্যাম্প জানিয়েছে ভারত থেকে আসা সকলেই বিজিবি হেফাজতে রয়েছে, তাদের তথ্য যাচাই বাছাই শেষে গাংনী থানায় সোর্পদ করা হয়েছে।
পতাকা বৈঠকের সময় গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইলের নেতৃত্বে একটি টিম ও কাজিপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।
আটককৃতদের মধ্যে ২ জন শিশু, ৯ জন নারী ও ২৮ জন পুরুষ রয়েছে বলে জানা গেছে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, ভারত থেকে নারী শিশুসহ ৩৯ জন বাংলাদেশী নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে। আটকদের গাংনী থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আটকদের নিজ নিজ পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিবারের লোকজন এসে পৌঁছালে তদন্ত শেষে মুসলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে।