মেহেরপুরের গাংনী পৌর ছাক্রলীগের সভাপতি ডালিম রানা ও সাধারন সম্পাদক মহনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা ছাত্রলীগ।
৩১ জুলাই জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন ও সাধারন সম্পাদক মুন্তাসির জামান (মৃদুল) স্বাক্ষরিত ছাত্রলীগের প্যাডে বলা হয়েছে, “মেহেরপুর জেলা শাখার অন্তর্গত গাংনী পৌর শাখার সভাপতি ও সাধারন সম্পাদক মেহেরপুর জেলা ছাত্রলীগের নির্দেশনা অমান্য করায় আপনাদের বিরুদ্ধে কেন পরবর্তি সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব ৪৮ ঘন্টার মধ্যে স্ব শরীরে উপস্থিৎ হয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক এর নিকট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।”
এ বিষয়ে জানতে চাইলে গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা জানান, জেলা ছাত্রলীগের শেষ নির্দেশনা ছিল পৌর শাখা পূর্নাঙ্গ কমিটি জমা দেওয়ার। এক্ষেত্রে কয়েকটি ওয়ার্ডের কমিটি গঠন বাকি ছিল যে কারণে ঐ নোটিশ দেওয়া হয়েছিল। ইতোমধ্যে সে কমিটি গঠন করেছি এবং তা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নিকট আগামী কাল ২ আগষ্টের মধ্যে পৌছে দেব।