শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন

তরুণদেরকে খারাপ নজর থেকে বাঁচাতে হবে-এমপি সাগর

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৬২ বার পঠিত

তরুণদেরকে খারাপ নজর থেকে বাঁচাতে হবে। তাদের চিন্তা চেতনার পরিবর্তন ঘটাতে হবে। সে দায়িত্ব আমি নিচ্ছি। উপজেলা প্রশাসনের প্রত্যেকটা দপ্তরের কর্মকর্তারা এখানে শাসন করার জন্য বসে নেই। তারা সকলেই জনগনের সহযোগিতা করার জন্য আছেন। সকলের সমন্বিত সহযোগিতার ফলেই এই গাংনীকে স্মার্ট গাংনীতে রূপান্তরিত করা সম্ভব হবে।

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুরে গাংনী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন আয়োজিত ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর এমপি এসব কথা বলেন।

তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুশৃংখল, সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর হয়েছে তার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের গাংনী উপজেলার প্রতিটি ভোটার ও কর্মীদের অবদান সবচেয়ে বেশী। সেই সাথে আওয়ামী লীগ নেতা ও প্রশাসনের সহযোগিতাও ছিল চোখে পড়ার মতো। গাংনীর মানুষ শান্ত প্রিয়। কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে উস্কানি দেয়া হয়। উস্কানি দেয়ার পরে তাদেরক পাশে আমরা না দাঁড়াতে পারার কারণে সমস্যা সৃষ্টি হয়। আমাদের সকলকে তাদের পাশে দাঁড়াতে হবে।

কৃষিতে উৎপাদন বেড়েছে এ কথা সত্য। কিন্তু কৃষকরা এখনো পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না। ন্যায্য মূল্য পাওয়া নিশ্চিত করতে হলে প্রান্তিকপর্যায়ে কৃষকের কাছে প্রযুক্তি ও কৃষিভিত্তিক তথ্যসেবা পৌঁছে দিতে হবে। পাশাপাশি বিপণন ব্যবস্থার উন্নয়ন ঘটাতে মাঠের মেঠো রাস্তাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে পাকা সড়কে পরিণত করতে হবে।

উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মন্টু এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র আহমেদ আলী, সহকারী কমিশনার ভূমি নাদির হোসেন শামীম, গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার শহিদুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট একেএম শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার, সাবেক পৌর মেয়র আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী প্রমুখ।

এর আগে লাল গালিচা শুভেচ্ছার পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। শুরুতে ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের শেষাংশে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, এনজিও প্রধান, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রধানসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo