আগামীকাল বুধবার (০৭ ডিসেম্বর) রক্ষণাবেক্ষণ কাজের জন্য দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্তপল্লী বিদ্যুৎ সমিতির গাংনী জোনাল অফিসের আওতাধীন ০৭ নম্বর ফিডার পৌর এলাকার ঈদগাহ পাড়া, পূর্ব মালশাদহ, এস এম প্লাজা, মহিলা কলেজ পাড়া, গোডাউন পাড়া, উপজেলা পরিষদ, সন্ধানী স্কুল, শিশিরপাড়া, বাঁশবাড়িয়া, গাংনী পৌরসভা, গাংনী থানা, থানাপাড়া, মাঠপাড়া, ঝিনের পুল পাড়া গাংনী বাজারের দক্ষিণ পাশের এলাকা এবং ৯ নং ফিডারের আওতাধীন ধানখোলা, খরমপুর, মহিষাখোলা, হাড়িয়াদহ, গাংনী সুন্দরী পাড়া, ওলি পাড়া, মিষ্টিপাড়া, ভাটপড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ডিজিএম, গাংনী জোনাল অফিস।