এতদ্বারা সম্মানিত গ্রাহকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নতুন বৈদ্যুতিক ফিডার তৈরী কাজের জন্য জন্য আগামী বৃহস্পতিবার (৩ আগস্ট) হতে (২৩ আগস্ট) পর্যন্ত গাংনী-১ উপকেন্দ্রের ৫ নং ফিডারের আওতাধীন নিম্নলিখিত এলাকা এবং সিডিউল মোতাবেক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বন্ধের সময়ঃ সকাল ৭:০০ ঘটিকা হতে দুপুর ২:০০ ঘটিকা পর্যন্ত।
বিদ্যুৎ বন্ধের সম্ভাব্য তারিখ সমূহঃ ৩, ৫, ৭, ৯, ১২, ১৪, ১৬, ১৯, ২১ ও ২৩ আগস্ট ২০২৩ খ্রিঃ ।
যে সকল এলাকাসমূহে বিদ্যুৎ বন্ধ থাকবেঃ চেংগাড়া, ভাটপাড়া (সাহারবাটি), ফতাইপুর পশ্চিমপাড়া, ধর্মচাকী, ভোমরদহ, হিন্দা, হিজলবাড়ীয়া, কুলবাড়ীয়া, মাইলমারী, টেংরাপাড়া, লক্ষীনারায়নপুর, নওয়াপাড়া, সাহারবাটি ও শ্যামপুর (শেষপাড়া)।
বিঃদ্রঃ কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও বিশেষ প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধের তারিখ সমূহ পরিবর্তন হতে পারে।
সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন।
কর্তৃপক্ষ
গাংনী জোনাল অফিস
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি