উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করে গাংনী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে গাংনী বাস স্ট্যান্ডের বিএনপি অফিসে এ শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক জাবেদ মাসুদ মিল্টন।
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্য জানান, মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় যখন পুরো জাতি শোকে মুহ্যমান, রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করা হয়েছে তখন বিএনপির মধ্যে কিছু ব্যক্তি ওই দিনই পিকনিক করছেন, তাদের লজ্জা হওয়া উচিত। তাদেরকে ধিক্কার জানাই। কেউ যদি বিএনপি’র রাজনীতিকে পুঁজি করে অবৈধভাবে চাঁদাবাজি করে তাদের বিএনপিতে কোন স্থান নাই। তিনি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। পরিশেষে, বিএনপির ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীকে শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া ও আহতদের আশু সুস্থতা কামনা করেন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলীরস ঞ্চালনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আহবায়ক কমিটির সদস্য যথাক্রমে আবদুল আওয়াল, আলফাজ উদ্দীন কালু, আখেরুজ্জামান, জেলা ছাত্র দলের সেক্রেটারি সাজেদুর রহমান বিপ্লব, গাংনী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহবায়ক কমিটির সদস্য মকবুল হোসেন মেঘলা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লাইলা আরজুমান বানু, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর সাইদুল ইসলাম, গাংনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হকসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।