মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের এস আর ইটভাটার পশ্চিমে গমক্ষেত থেকে এক মধ্য বয়সি নারীর মরদেহ উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ। রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের এসআর ইটভাটার ২০০ গজ পশ্চিমে গমক্ষেত থেকে মধ্য বয়সি এক নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মরদেহ শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। মরদেহ শনাক্ত হলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।