মেহেরপুরের মুজিবনগরে লকডাউনের ২য় দিনেও প্রশাসনের কঠোর ভূমিকা, রাস্তায় রাস্তায় ব্যারিকেড, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। শুক্রবার লকডাউনের ২য় দিনেও তৎপর রয়েছে প্রশাসন। সকাল থেকেই মাঠে নেমে পুলিশ, আনসার, বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। সেই সাথে উপজেলা প্রশাসন চালিয়ে যাচ্ছে অভিযান। উপজেলার প্রয়োজনীয় বিভিন্ন স্থানে বসানো হয়েছে পুলিশী চেকপোস্ট। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকারের নেতৃত্বে আনসার ব্যাটেলিয়নের একটি টিম বিভিন্ন স্থানে চলমান অভিযান পরিচালনা করেন।
এছাড়া সকালে বিজিবি এর একটি টিমকে উপজেলার কেদারগঞ্জ বাজারসহ বিভিন্ন স্হানে অভিযান পরিচালনা করতে দেখা গেছে। উল্লেখ্য যে গত চার দিনে মুজিবনগর উপজেলায় ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ২ জন মৃত্যু বরণ করেছে।
প্রসঙ্গত, করোনা ভাইরাস সংক্রমন ব্যাপক ভাবে বৃদ্ধি পাওয়ায় গতকাল বৃহস্পতিবার ভোর ৬ টা থেকে সারা দেশব্যাপী কঠোর লকডাউন কার্যকর করতে অভিযান শুরু হয়েছে।