মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের একটি হত্যা মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্ত পলাতক আসামি রিপন আলী (৪৫)কে গ্রেফতার করেছে পাবনা র্যাব ও গাংনী থানা পুলিশের যৌথ টিম। সােমবার (১৯ ফেব্রুয়ারী) দিবাগত রাতে পাবনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিপন উপজেলার আড়পাড়া গ্রামের আবুছদ্দীনের ছেলে। আদালত কর্তৃক সাজার রায় ঘোষণার পর থেকেই রিপন আলী পলাতক ছিল।
গাংনী থানা সূত্র জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরােধের জের ধরে বিগত ২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারী আড়পাড়া গ্রামের আবুছদ্দীনের ছেলে রিপন আলী ও প্রতিবেশী মহাসিন আলীর পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রতিপক্ষের হামলায় মহাসিন আলী গুরুতভাবে আহত হয়ে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় নিহত মহাসিন আলীর পরিবারের পক্ষ থেকে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং- এস/সি, ০৬/২০০৮। পেনাল কোডের ৩০২ ও ৩২৪ ধারায় রিপন আলীকে প্রধান আসামি করে ৪ জনের নামে মামলা দায়ের করা হয়। মামলার রায়ে একজন আসামীকে বেকসুর খালাস দেয়া হলেও রিপন আলীকে আমৃত্যু কারাদন্ডসহ বাকি আসামীদের বিভিন্ন মেয়াদে সাজার রায় ঘোষণা করেন আদালত। মামলার রায়ের পর থেকেই রিপন পলাতক ছিল।
গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) মনােজিত কুমার নন্দী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার আড়পাড়া গ্রামের আমৃত্যু সাজাপ্রাপ্ত পলাতক আসামি রিপনকে পাবনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।