মেহেরপুরের ইংরেজি লেখক এম এ বাশারকে ঝিনাইদহ ইসলামী বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ ইসলামী বিশ্ববিদ্যালয় ক্লাবে এ সংবর্ধনা দেয়া হয়।
ঝিনাইদহ কালীগঞ্জের এ ও জে কলেজের অধ্যক্ষ মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ও টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ এর সম্মানিত ভাইস-চ্যান্সেলর (সাবেক) ডক্টর এ. এইচ. এম. আক্তারুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “Correct English Pronunciation with Phonetic Symbol Analysis in Bangali” বইটির চমৎকার উপস্থাপনা, লেখকের ধৈর্য ও পরিশ্রম উপস্থিত সকলকে দারুনভাবে মুগ্ধ করেছে। তিনি লেখকের প্রশংসা করে বলেন এ ধরনের গবেষণামূলক বই জাতি সর্বদা প্রত্যাশা করে। শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ ইংরেজি উচ্চারণ ও আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ইংরেজি শেখা ও বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভালো মানের বই না থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে তাদের শেখার ঘাটতি পূরণ করতে পারে না। আশা করি, বইটি তাদের ঘাটতি অনেকাংশে পূরণ করতে সক্ষম হবে। তাছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সঠিক ইংরেজি উচ্চারণ সম্পর্কে শিক্ষার্থীরা পরিষ্কার ধারণা পাবে। সঠিক ইংরেজি উচ্চারণ শেখাতে বইটি অগ্রণী ভূমিকা পালন করবে এবং শিক্ষার্থীদের কাছে বইটি মাইল ফলক হয়ে থাকবে।
ইংরেজি শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থ বিবেচনায় রেখে দীর্ঘদিনের কঠোর ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে Phonetic Symbol গুলোর বাংলা রূপসহ গাণিতিক ফর্মুলা প্রয়োগ করে একটি তথ্যবহুল ও গবেষণামূলক শুদ্ধ ইংরেজি উচ্চারণের বই রচনা করেছেন লেখক। যার ফলশ্রুতিতে লেখক এম. এ. বাশারকে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্লাব (ঝিনাইদহ) থেকে এ সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। এ সংবর্ধনা তার আগামী দিনের পথকে আরও সুগম করবে এবং উৎসাহ জাগাবে। পরবর্তীতে এ ধরনের নতুন নতুন বই প্রকাশের কার্যক্রম যাতে অব্যাহত থাকে তাহলে শিক্ষার্থীরা আরোও উপকৃত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ডক্টর আবু সিনা ও ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ডক্টর মুর্শিদ আলম, ঝিনাইদহ শৈলকুপার শেখপাড়া ডি. এম. কলেজের অধ্যক্ষ আসাদুর রহমান।
এছাড়াও ঝিনাইদহ কেসি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক সাগর মিয়া, টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইংরেজি বিভাগের তাওহীদ আলী, ঝিনাইদহ সদর, কালিগঞ্জ, হরিনাকুন্ডু, শৈলকোপা, যশোরসহ বিভিন্ন কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লেখক এম. এ. বাশার বর্তমানে মেহেরপুর কলেজ অভ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ইংরেজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ, ফরিদপুরে ইংরেজি বিভাগের খন্ডকালীন প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
একাডেমিক ও বেইসিক বই মিলে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য প্রকাশনী সমূহে তিনি এ পর্যন্ত ৩০টিরও বেশি ইংরেজি বই রচনা ও সম্পাদনার কাজ করেছেন। ইংরেজি শিক্ষার মান উন্নয়নে তিনি গবেষণামূলক বই রচনা করতে বদ্ধপরিকর।