বাংলাদেশ সরকারের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মন্ত্রণালয়ের সাবেক সচিব আলকামা সিদ্দিকী’র মা ছারা খাতুন (৮৩) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শুক্রবার (৬ আগস্ট ২০২১) সকাল ৯টা ৪০ মিনিটের সময় গাংনী বাসস্ট্যান্ড এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
মরহুমা সাহারা খাতুন গাংনী সাব রেজিস্ট্রি অফিসের স্বনামধন্য দলিল লেখক বহুল পরিচিত আব্দুর রহমানের স্ত্রী এবং অনলাইন নিউজ পাের্টাল প্রেস হাউজ টােয়েন্টিফাের ডটকম-এর সম্পাদক এ সিদ্দিকী শাহিন, গোলাম কিবরিয়া কাজল, তোতা, ও বাবুলের মা। মৃত্যুকালে তিনি স্বামী, ৯ ছেলে,১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে সারা খাতুনের মৃত্যুতে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শােক প্রকাশ করেছেন।
মরহুমার জানাজার নামাজ বাদ আসর গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।
পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়-স্বজন ও এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের উক্ত জানাজায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।