ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মেহেরপুরের দুটি উপজেলার প্রাথমিক ফলাফল ঘোষণা হয়েছে। মেহেরপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আনারুল ইসলাম মোটরসাইকেল মার্কা প্রতীকে ৪০ হাজার ৯২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাপ-পিরিচ মার্কা প্রতীকে এস এম ইব্রাহিম শাহীন পেয়েছেন ১০ হাজার ৫০৭ ভোট। এ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অন্যরা হলেন- হাসেম আলী আনারস মার্কা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৮৫ ভোট ও আব্দুল মান্নান ঘোড়া মার্কা প্রতীকে পেয়েছেন ৩৭২ ভোট । এ উপজেলায় মোট ভোটকেন্দ্র ৯৪ টি। ভোটার সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৮০৪ জন।
ভাইস চেয়ারম্যান পদে আবুল হাশেম চশমা প্রতীকে ৩৬ হাজার ৯৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীন টিউবয়েল মার্কা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ১৩৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লতিফুন নেছা লতা বৈদ্যুতিক পাখা মার্কা প্রতীকে ৩৪ হাজার ৬৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামিউন বাসীরা হাশমারকা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৯১৬ ভোট। রোমানা আহমেদ নামে আরো একজন প্রতিদ্বন্দ্বী কলস মার্কা প্রতীকে পেয়েছেন ৮৯৪ ভোট।
অন্যদিকে, মুজিবনগর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী আমাম হোসেন মিলু আনারস মার্কা প্রতীকে ১৭ হাজার ৬৩ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম কাপ-পিরিচ মার্কা প্রতিকে পেয়েছেন ১৫ হাজার ১০০ ভোট। এ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অন্যরা হলেন- কামরুল হাসান ঘোড়া মার্কা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮২১ ভোট ও মাহবুব রহমান মোটরসাইকেল মার্কা প্রতীকে পেয়েছেন ৩৮১ ভোট । এ উপজেলায় মোট ভোটকেন্দ্র ৩৫ টি। ভোটার সংখ্যা ৮৫ হাজার ২৫৯ জন।
ভাইস চেয়ারম্যান পদে এবিএম জাহিদ হাসান টিউবওয়েল মার্কা প্রতীকে ২০ হাজার ৬৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিউর রহমান চশমা মার্কা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৬৭৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে তকলীমা কলস মার্কা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফরোজা খাতুন ফুটবল মার্কা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৩৩৬ ভোট।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মেহেরপুর ও মুজিবনগর উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৪২.৬৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওয়ালীউল্লাহ। বুধবার (৮ মে) রাত সাড়ে ৮ টার দিকে সম্মেলন কক্ষে আয়োজিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এ তথ্য জানান।