মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল দশটার দিকে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষে গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ডঃ মুনসুর আলম খাঁন, পুলিশ সুপার রাফিউল আলম ও মুক্তিযোদ্ধারা।
পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপরদিকে, বুধবার (১৪ ডিসেম্বর) গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, পৌর মেয়র আহমেদ আলী, গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মুনতাজ আলী। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একই সাথে মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) জেলা বিএনপি’র সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক সভাপতি মাসুদ অরুন এর নেতৃত্বে নেতাকর্মীরা গণকবরে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।