র্যাবের অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মিঠু আলী (৫৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে সিপিসি র্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে মেহেরপুর সদর উপজেলাধীন থানাধীন তেরঘরিয়া আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন। আটককৃত মিঠু তেরঘরিয়া আশ্রয়ন প্রকল্প এলাকার মৃত বদর শেখ এর ছেলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, গোলাম মারুফ সিপিসি- মেহেরপুর র্যাব-১২ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।
সিপিসি র্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মেহেরপুরের সদর থানাধীন কুতুবপুর ইউনিয়নের তেরঘরিয়া আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন।
আটককৃত মিঠু আলীর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।