মেহেরপুরের মুজিবনগরে জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (০১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মাওলানা তাজউদ্দিন খান মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদ্রাসার সিনিয়র মৌলভি শিক্ষক। তিনি বল্লবপুর গ্রামের মৃত আবুল হোসেন খান এর ছেলে।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জামায়াতের জেলা আমির মাওলানা তাজউদ্দিনের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা চলমান রয়েছে। বুধবার (০১ নভেম্বর) তাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (০২ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।