মেহেরপুরের গাংনীতে মাত্র চার দিনের ব্যবধানে মাল বোঝাই ট্রাকের ধাক্কায় আবারো প্রাণ গেল আতিয়ার রহমান (৫২) নামের এক ইটভাটা শ্রমিকের। সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উত্তরপাড়াস্থ মেসার্স তাহের এন্টারপ্রাইজের সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিয়ার রহমান গাংনী পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম মালসাদহ গ্রামের টেপীপাড়ার আজিজুল হকের ছেলে ছেলে।
গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গাংনী উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক জানান, নিহত আতিয়ার রহমান বিশ বছর যাবত তার ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে আসছেন। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করার জন্য বাড়ির দিক থেকে বাইসাইকেলের চড়ে গাংনী উত্তরপাড়াস্থ মসজিদের দিকে আসছিলেন।
ওই সময় কুষ্টিয়ার দিক থেকে পাইপ বোঝায় একটি ট্রাক গাংনীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে মেহেরপুর- কুষ্টিয়া সড়কের গাংনী (তেঁতুলতলা) মেসার্স তাহের এন্টারপ্রাইজ এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাই-সাইকেল চালককে সরাসরি পিছন দিক থেকে ধাক্কা দিলে বাইসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়। এদিকে দুর্ঘটনার পর পরই ট্রাক চালক ঘটনাস্থল থেকে ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
তিনি আরো জানান, গাংনী পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার কাজ চলছে। অপরিকল্পিতভাবে সড়কের পাশে কালো পাথর ফেলে রেখেছে। ওই পাথর বর্তমানে পাকা সড়কের বেশ কিছু অংশ দখল করে রেখেছে। ফলে প্রায়সই ঘটছে সড়ক দুর্ঘটনা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারীর চরম অবহেলা ও গাফিলতিকেই বেশি দায়ী করেছেন তিনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। একই কথা জানিয়েছেন পশ্চিম মালসাদহ গ্রামের কেয়ামত আলীর ছেলে সিরাজুল ইসলাম।
গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, দুর্ঘটনার বাই-সাইকেল মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর মেহেরপুর-কুষ্টিয়া সড়কের মদনাডাঙ্গা ও গোপালপুরের মাঝামাঝি এলাকায় সাদা প্রাইভেট কারের ধাক্কায় এক ভ্যান চালক নিহত হয়েছে।