মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের মোস্তাফিজুর রহমান (৩৬) নামের দারিয়াপুর ইউনিয়ন জামায়াতের আমিরকে আটক করেছে সিপিসি র্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিকেল ৫ টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলাধীন পুরন্দরপুর গ্রামের কবরস্থানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমান গৌরীনগর গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে।
সহকারী পুলিশ সুপার ও কোম্পানী কমান্ডার, মনিরুজ্জামান সিপিসি- মেহেরপুর র্যাব-১২ বৃহস্পতিবার (০২ নভেম্বর) রাত ৯ টায় এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।
সিপিসি র্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মেহেরপুরের মুজিবনগর থানাধীন দারিয়াপুর ইউনিয়নের পুরন্দরপুর গ্রামের কবরস্থানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে মোস্তাফিজুর রহমান নামে দারিয়াপুর ইউনিয়ন জামায়াতের আমির মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মুজিবনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃত জামায়াতের আমির মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।